Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

সারাদেশে মৃদু তাপদাহ অব্যাহত থাকার সম্ভাবনা

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া কিছুটা শুষ্ক থাকবে

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০১:০২ পিএম

রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রবিবার (২৭ মার্চ) সকাল ৯টায় আবহাওয়া  অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা বলা হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, রবিবার ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং উদিত হবে সোমবার ভোর ৫টা ৫৫ মিনিটে।

About

Popular Links