Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

এর আগে মহামারির শুরুর দিকে, ২০২০ সালের ৬ এপ্রিল ৪১ জন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৩:৪৩ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে দেশে এই মহামারিতে মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১৮ জন) অপরিবর্তিত থাকল। একই সময়ে দেশে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৩ জনের শরীরে। গত দুই বছরে একদিনে যা সর্বনিম্ন।

এর আগে মহামারির শুরুর দিকে, ২০২০ সালের ৬ এপ্রিল ৪১ জন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আর কখনও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এর নিচে নামেনি।

নতুন ৪৩ জন নিয়ে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জনে।

রবিবার (২৭ মার্চ) কোভিড বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৯৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৫৪%।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৬৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন।

   

About

Popular Links

x