Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় হরতাল চলাকালে আটক ৬

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে মিছিলের প্রস্তুতি নিলে নগরীর পিকচার প্যালেস মোড় থেকে তাদের আটক করা হয়

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১২:১২ পিএম

খুলনায় ভোজ্যতেল-চাল-ডাল পেঁয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঘোষিত অর্ধদিবস হরতাল চলাকালে ৬ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে মিছিলের প্রস্তুতি নিলে পিকচার প্যালেস মোড় থেকে তাদের আটক করা হয়। হরতাল সফল করতে সকাল থেকে বাম জোটের নেতা কর্মীরা রাজপথে অংশ নেয়। পুলিশ রাজপথে সক্রিয় থাকায় যানবাহন চলাচলে কোন বিঘ্ন হয়নি।

আটকরা হলেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোধ রায়, কিংশুক রায় ও রাসেল।

নগর সিপিবির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “সকাল থেকে বাম জোটের নেতা কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। পুলিশি বাধার কারণে তারা অবস্থান নিতে পারছিল না। সকাল ৮টার দিকে পুলিশ ৬ জনকে আটকের পর শুরু করলে নেতাকর্মীরা আবারও সতর্ক ও নিরাপদ অবস্থান নেয়।” 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল নামুন বলেন, “রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করায় ৬ জনকে আটক করা হয়েছে।” 

   

About

Popular Links

x