ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় সড়কে কাজ করার সময়ে ট্রাকের চাপায় দুই সড়ক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- মো. আজমির হোসেন (২৮) ও আবুল খায়ের (৩৩)।
মহিপাল হাইওয়ে থানার ওসি আব্দুস সামাদ বলেন, “রবিবার রাতে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয় এবং ট্রাকের একটি চাকা পাংচার হয়ে যায়। দ্রুতগামী গাড়িটি ডিভাইডারে কাজ করা দুই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
তিনি বলেন, “চালক ও তার সহকারী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ট্রাকটি আটক করেছে।মরদেহ দুটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।