Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

একরাতে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি!

যে নয়টি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে, তাদের পরিচয় জানা যায়নি

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৪:২৮ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডী এলাকার জান্নাতুল বাকি নামের একটি কবরস্থান থেকে একরাতে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (৩০ মার্চ) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়ক ঘেঁষা ওই কবরস্থানে এ ঘটনা ঘটলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রাতে একদল দুষ্কৃতিকারী ধুলন্ডী এলাকার জান্নাতুল বাকি নামের ওই কবরস্থান থেকে কঙ্কাল চুরি করেছে। তিনি জানান, যে নয়টি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে, তাদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ নুরজাহান লাবনী ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব আরও জানান, সিআইডি ও র‌্যাব সদস্যকে বিষয়টি অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, কবরস্থানটিতে প্রায় ৫৩টি কবর আছে। এরমধ্যে ৯টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

   

About

Popular Links

x