Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুনামগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

বাড়ির উঠানে খেলাধুলা করার এক পর্যায়ে ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৭:১৩ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলো ওই গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা দাস (৭)।

করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস জানান, তিন শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তাদের খোঁজ না পেয়ে পরে গ্রামবাসী অনেক তল্লাশির পর বিকেল সাড়ে ৪টার দিকে ডোবা থেকে এই তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

ওসি সাইফুল ইসলাম বলেন, “খেলাধুলা করার এক পর্যায়ে ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লাশ উদ্ধার করেছে পুলিশ। তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।”

   

About

Popular Links

x