Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

আজ নির্বাচনের পুনঃতফসিলের সিদ্ধান্ত দেবে ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো হবে কিনা সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০৯:১২ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো হবে কিনা সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

রবিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল পরিবর্তন হবে কিনা এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না। আমি এ বিষয়ে আগামীকাল (সোমবার) জানাতে পারবো।’

কেএম নুরুল হুদা বলেন, ‘বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের তারিখ পেছানোর চিঠি দিয়েছে বলে বিভিন্ন মিডিয়া খবর প্রকাশ করেছে, কিন্তু আমি এখনো কোনো চিঠি পাইনি।’

তিনি ইউএনবি'কে বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ইসি একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

এর আগে গত ৮ নভেম্বর সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১১তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর রবিবার। সেই সাথে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৯ নভেম্বর পর্যন্ত।

   

About

Popular Links

x