Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: আরও একটি মৃত্যুশূন্য দিনে দেশে শনাক্ত ৩৬

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৬১%

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৪:০১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনে অপরিবর্তিত রয়েছে।  

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে। 

বুধবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৬১%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.০৮%।

   

About

Popular Links

x