Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত

ঘটনার পর আহত ট্রেনচালক সহকারীদের সাহায্যে প্রাথমিক চিকিৎসা নেন 

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৬:৫১ পিএম

কুমিল্লায় দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে মনোয়ার হোসেন নামে তেলবাহী ট্যাংকার ট্রেনের চালক আহত হয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে সিলেট-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার ময়নামতি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করে কুমিল্লা স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন সিরাজী বলেন, “দুষ্কৃতিকারীরা সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী ট্যাংকার ট্রেনে পাথর ছোড়ে। এতে মনোয়ার হোসেন নামের ওই ট্রেনচালক আহত হন। ঘটনার পর আহত অবস্থায় লালমাই স্টেশন নেমে সহকারীদের সাহায্যে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।”

তিনি আরও বলেন, “আমরা গিয়ে পৌঁছানোর আগেই তিনি আবার চট্টগ্রামের উদ্দেশে চলে যান। ঘটনার পরপরই আমরা আশপাশের সকল এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করেছি যেন এমন ঘটনা আর না ঘটে।”

এছাড়া, এ ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই খুঁজে বের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

About

Popular Links