Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁয় স্কুলের পোশাক না পরায় ১৮ ছাত্রীকে মারধরের অভিযোগ

শিক্ষার্থীদের মারধরের বিষয়টি স্বীকার করেছে কর্তৃপক্ষ

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৪:৩২ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে “স্কুলের নির্ধারিত পোশ পরে ক্লাসে আসায়” ১৮ ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিভাবকরা বৃহস্পতিবার (৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত চলাকালীন সহকারী প্রধান শিক্ষিকা স্কুলের নির্দিষ্ট পোশাক না পরায় ১৮ জন শিক্ষার্থীকে অপমান, অশালীন ভাষায় গালমন্দ ও মারধর করেন এবং নির্দেশনা স্কুলে আসার নির্দেশ দেন।

এছাড়া, তার নির্দেশেই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক অষ্টম শ্রেণির তিন ছাত্রীকেও একই কারণে মারধর করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ ছাত্রীদের মারধরের বিষয়টি স্বীকার করে ঢাকা ট্রিবিউনকে বলেন, “অভিযুক্ত ওই শিক্ষিকাকে ‘কারণ দর্শানো’র নোটিশ দেওয়া হবে।”

এদিকে, অভিযুক্ত শিক্ষিকার মোবাইল ফোনে ফোন করে সাংবাদিক পরিচয় দেওয়া হলে তিনি কোনো কথা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x