Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

২৭ এপ্রিল থেকে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি শুরু

আসন্ন ঈদে সড়ক ও নৌপথে ঘরমুখো যাত্রীর চাপের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১১:৫০ এএম

আসন্ন ঈদে সড়ক ও নৌপথে ঘরমুখো যাত্রীর চাপের কথা মাথায় রেখে আগামী ২৭ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া শুরু হবে। এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “২৭ এপ্রিল থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবেন- বিষয়টি বিজিএমইএ ও বিকেএমইএ’র মাধ্যমে আমাদের জানানো হয়েছে। যাতে অতিরিক্ত চাপ রাস্তা ও নৌপথে তৈরি না হয়; সেটি নিশ্চিত করা হবে।”


আরও পড়ুনপ্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “যে ফেরিগুলো ডকইয়ার্ডে আছে, মেরামতের জন্য এগুলো দ্রুত ঠিক করে ঈদের যানবাহন পরিবহনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারা আমাদের নিশ্চিত করেছে এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌ-রুটে দিতে পারব।”

About

Popular Links