Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৩:৩২ পিএম

কালবৈশাখী ঝড়ের প্রভাবে দেশের ৭ বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে। এছাড়া, বৃষ্টি বা বজ্রপাতের ঘটনা অব্যাহত থাকতে পারে বলে একটি বর্ধিত পূর্বাভাসে বলা হয়।

About

Popular Links