Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির

ঈদে নগরবাসীর বাসা তালাবদ্ধ অবস্থায় ফাঁকা থাকে। তখন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৭:০০ পিএম

ঈদে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

সোমবার (১৮ এপ্রিল) ডিএমপির সদর দপ্তরে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

শফিকুল ইসলাম বলেন, ঈদের সময় প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। এ সময় তাদের বাসাবাড়ি তালাবদ্ধ অবস্থায় ফাঁকা থাকে। তখন যেন কোনো ধরনের অঘটন না ঘটে, সেজন্য বাসাবাড়ির নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দেন মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ১৫ রোজা শেষ হয়ে গেছে। এখন মার্কেটগুলোতে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকবে। এসময় মলম পার্টি ও অজ্ঞান পার্টি বা টানা পার্টির তৎপরতা বেড়ে যায়। এজন্য থানার টহল পার্টিকে আরও সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে স্পেশাল টিম করে তাদের গ্রেপ্তার করতে হবে।

   

About

Popular Links

x