Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

১১০ কেজি হরিণের মাংসসহ আটক এক

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে তাকে আটক করা হয়

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০১:৫৯ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১১০ কেজি হরিণের মাংস ও একটি চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার টবগী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক ঝন্টু চন্দ্র দাস পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর রাজনগর এলাকার অমল চন্দ্র দাসের ছেলে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম সিকদার জানান, রাতে টহল পুলিশের একটি দল ঝন্টুকে রাস্তা থেকে বস্তাভর্তি হরিণের মাংস ও একটি চামড়াসহ আটক করে। এসময় তার সাথে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে ঝন্টু জানান, আটক মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিনের।

   

About

Popular Links

x