আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বেশি দামে বাসের অগ্রিম টিকিট বিক্রি করায় হানিফ এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের বিআরটিসি এলাকার বাস কাউন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (চট্টগ্রাম) উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ’র নেতৃত্বে চালানো এক অভিযানে এ জরিমানা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ।
এ সময় কাউন্টারে মূল্য তালিকা না টানানোয় শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক নাসরিন আকতার, দিদার হোসেন এবং আনিছুর রহমান।
এ বিষয়ে অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ গণমাধ্যমকে জানান, দূরপাল্লার বাসের টিকিটের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি রাখা, মূল্য তালিকা না টানানো ও টিকিটের জন্য ঘুষ নেওয়ার দায়ে হানিফ এন্টারপ্রাইজকে এবং মূল্য তালিকা না থাকার কারণে শ্যামলী পরিবহনকে জরিমানা করা হয়েছে।