রাজধানীর যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে কোনাপাড়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হচ্ছেন, আব্দুল করিম (৩০), তিনি পেশায় একজন ব্যবসায়ী।স্ত্রী খাদিজা বেগম, ও তাদের সন্তান ফাতেমা (১)। এদের প্রত্যেকের অবস্থাই আশংকাজনক। দগ্ধ আব্দুল করিমের পৈত্রিক নিবাস পাবনার সুজানগর এলাকায়।
আব্দুল করিমের স্বজন কামাল হোসেন জানিয়েছেন, কোনাপাড়ার আলাবাড়ি বটতলা এলাকার একটি ৪র্থ তলা ভবনের নিচতলায় তাদের ভাড়া বাসায় থাকতেন তারা।
তিনি বলেন, “ভোররাতে সেহেরির সময়ে তরকারি গরম করার জন্য চুলায় আগুন দিতেই এ ঘটনা ঘটে। আবার চুলার পাশেই ছিল ফ্রিজ। ফ্রিজের কম্পপ্রেসার বিস্ফোরণের কারণেও এ ঘটনা ঘটতে পারে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। দগ্ধদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। আব্দুল করিমের শরীরের ৫৫%, খাদিজার ৯৫%, ও ফাতেমার ৩৫% দগ্ধ হয়েছে বলে জানান তিনি।