মুন্সীগঞ্জের সিরাজদিখান পূর্ব কাকলদী গ্রামে সোমবার (১১জুন) দুর্বৃত্তের হাতে নিহত হন ৬০ বছর বয়সী শাহজাহান বাচ্চু। সে সময় ওই পথ ধরেই যাচ্ছিলেন সিরাজদিখান থানার এএসআই মাসুম আলী। পুলিশের পোশাক দেখে তাকেও গুলি করতে চেয়েছিল দুর্বৃত্তরা।
এ প্রসঙ্গে হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী এএসআই মাসুম আলী জানিয়েছেন, “ডিউটি শেষে আমি ওই রাস্তা ধরে মোটরসাইকেলে করে থানায় যাচ্ছিলাম। এমন সময় একটা শব্দ পাই। আরও কিছুদুর সামনে গিয়ে একজন মানুষকে পড়ে থাকতে দেখি। মোটরসাইকেল থেকে আমি নেমে দাঁড়াই।প্রথমে ভেবেছিলাম বৈদ্যুতিক দূর্ঘটনার কোনও ব্যাপার। কারণ, পাশেই একটা বিদ্যুতের খুঁটি আছে।”
এএসআই মাসুম আলী আরও জানান, “এরপর একটু দূরে দেখি একজন মোটরসাইকেলে উঠছে। আরেকটা মোটরসাইকেলে একজন বসা এবং দুইজন দাঁড়িয়ে আছে। তখন আমি তো আর প্রস্তুত ছিলাম না। তারা যখন দেখছে পোশাক পরিহিত একজন পুলিশ, তখন তাদের একজন বলে, ‘গুলি করে দে, পুলিশকে গুলি করে দে’। আমি সঙ্গে সঙ্গে নিজের মোটরসাইকেলের আড়ালে অবস্থান নেই। এরপর ব্যাগ থেকে একটা বোমা বের করে রাস্তায় ফাঁটিয়ে দ্রুত পালিয়ে যায় হত্যাকারীরা।”