Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১১:৪৫ পিএম

কক্সবাজার সদরের খুরুশকুলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুলিয়াপাড়ার ফারুকের সঙ্গে রাশেদের দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুই জনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। একপর্যায়ে গোলাগুলি শুরু করেন তারা। এতে ১৫ জন পথচারী গুলিবিদ্ধ হন।

খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী বলেন, “জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষ গোলাগুলি করেছে।এতে কয়েকজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, “উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

About

Popular Links