Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় ৬০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ এসএ পরিবহনের গাড়ি জব্দ

এ সময় এসএ পরিবহন লিমিটেডের সুপার ভাইজার ও কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১০:৪৮ এএম

বৈধ কাগজপত্র না থাকায় কুমিল্লায় ৬০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহন লিমিটেডের কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় এসএ পরিবহন লিমিটেডের সুপার ভাইজার ও কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেল নগরীর টমছম ব্রিজ এলাকায় বিজিবি-১০, সদর দক্ষিণ মডেল থানা এবং উপজেলা প্রশাসনের টাস্কফোর্সে অভিযান পরিচালনা করে। এ সময় কাভার্ডভ্যান জব্দের পাশাপাশি দুইজনকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, এসএ পরিবহন লিমিটেডের সুপার ভাইজার মো. গোলাম সরোয়ার (২৭) ও কাভার্ড ভ্যানের চালক মো. আ. আজিজ (২৪)।

কুমিল্লা বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ ইসহাক বলেন, “জব্দ করা পণ্যগুলোর মধ্যে ৪৭ হাজার ৫১৮টি নেহা মেহেদী, ৪ হাজার ২০০টি বিভিন্ন প্রকার বাজি, ১ হাজার ৮৮৪টি মুভ ক্রিম, ৬ হাজার ৩৬০টি স্ক্রীন সাইন ক্রিম এবং ১ হাজার ৪৪০ প্যাকেট বাউন্স বিস্কুট রয়েছে। মালামালসহ আসামিদের সোমবার রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।”

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, “দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে পাঠানো হবে।”

   

About

Popular Links

x