Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

দিনাজপুরে ঝড়ে লণ্ডভণ্ড কয়েক গ্রাম, নিহত ১

খোলা আকাশের নিচে বসবাস করছে এসব গ্রামের মানুষ

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৯:৫৬ এএম

দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কয়েকটি গ্রাম। এতে দেয়াল ধসে উম্মে কুলসুম (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। যাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার দিবাগত রাত (২৭ এপ্রিল) একটার দিকে পার্বতীপুরের মধ্যপাড়া, হরিরামপুর ও মৌলভী ডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে ঘরবাড়ি গাছপালা দুমড়ে মুচড়ে য়ায়। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। ফলে কয়েকটি গ্রামে এখন বিদ্যুৎ সংযোগ নেই। খোলা আকাশের নিচে বসবাস করছে এসব গ্রামের মানুষ।

দিনাজপুর ৬ আসনের সাংসদ সিবলি সাদিক রাতেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। 

এদিকে, একই সময়ে জেলার নবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

About

Popular Links