Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

আরও একটি মৃত্যুবিহীন দিনে ৩০ জন কোভিড আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ০.৬৩%

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৪:১৫ পিএম

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় নতুন শনাক্ত হয়েছে ৩০ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৯ এপ্রিল) কোভিড বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৫৪টি নমুনা। এইদিন শনাক্তের হার ০.৬৩%।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৯৬%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর ১.৪৯%।

এদিকে, ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন আরও ৩২৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.০৫%।

About

Popular Links