Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে আগুনে পুড়ল হকার্স মার্কেটের ২৫ দোকান

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে

আপডেট : ০২ মে ২০২২, ১০:২৪ এএম

সিলেট নগরীর লালদীঘির হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ এপ্রিল) ভোর পৌনে চারটার দিকে মার্কেটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেটসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে মার্কেটের ২০ থেকে ২৫টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে চারটার দিকে হঠাৎ মার্কেটের ৫ নম্বর গলির একটি দোকানে আগুন দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু, মার্ক সরু গলি থাকায় ক্রমেই আগুনের পরিধি বাড়তে থাকে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঞা সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে মার্কেটের ১০৩৫টি দোকানের মধ্যে ২০ থেকে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।

   

About

Popular Links

x