Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাংসের দাম নিয়ে বাগ্বিতণ্ডা, কসাইয়ের চাপাতিতে ক্রেতা জখম

বাগেরহাটে গরুর মাংসের দাম বাড়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কসাইয়ের চাপাতির আঘাতে এক ক্রেতা জখম হয়েছেন

আপডেট : ১৭ মে ২০২২, ১১:০৬ এএম

বাগেরহাটে গরুর মাংসের দাম বাড়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কসাইয়ের চাপাতির আঘাতে লিটু (৩২) নামের এক ক্রেতা জখম হয়েছেন। এ সময় কসাইদের মারপিটে আব্দুর রাজ্জাক ও রহমত আলী নামে আরও দুই ক্রেতা আহত হন।

সোমবার (২ মে) দুপুরে বাগেরহাট শহর রক্ষা বেড়িবাঁধের মাংস বিক্রির দোকানে এই ঘটনা ঘটে। আহদের বাড়ি বাগেরহাট শহরতলীর হাড়িখালী গ্রামে।

এ ঘটনায় ইব্রাহিম মোল্লা (২৮) নামের মাংসের দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ। সে শহরের নাগেরবাজার এলাকার বাসিন্দা।

আহত ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, লিটু শেখসহ ওই তিন ক্রেতা শহর রক্ষা বেড়িবাঁধে ছুটের মাংসের দোকানে গরুর মাংস কিনতে যান। এ সময় তারা সরকার নির্ধারিত মূল্যেই মাংস কিনতে চান। কিন্তু হঠাৎ কসাইরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্রেতারা কিছু বুঝে ওঠার আগেই তাদের মারপিট শুরু করে। পরে ইব্রাহিম মোল্লা চাপাতি দিয়ে লিটুর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ এসে ইব্রাহিম মোল্লাকে আটক করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, “কসাইয়ের চাপাতির কোপে এক ক্রেতা আহত হয়েছেন এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিম মোল্লা নামে একজনকে আটক করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


   

About

Popular Links

x