Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদের সকালে ঢাকাসহ প্রায় সারাদেশে বৃষ্টি

বৃষ্টি ও কালবৈশাখীর কারণে দেশের বিভিন্ন স্থানে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে

আপডেট : ০৩ মে ২০২২, ১০:৩৫ এএম

আবহাওয়ার পূর্বাভাস আগেই ঈদের দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছিল। সকাল থেকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মিলতে শুরু করেছে। মঙ্গলবার (৩ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ  রংপুর, রাজশাহী, ঢাকা, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে।

এর ফলে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে প্রথম ঈদের জামাতে সমস্যা না হলেও পরে আর নামাজ পড়তে পারেননি মুসুল্লিরা।

বৃষ্টি ও কালবৈশাখীর কারণে দেশের বিভিন্ন স্থানে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদিন থেমে থেমে বৃষ্টি চলবে। কখনও হালকা, আবার কখনও ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমা এবং বাংলাদেশ এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু আলাম অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে এবং বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

   

About

Popular Links

x