Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু

এ সময়ে তাদের আরেক বন্ধু আহত হয়

আপডেট : ০৩ মে ২০২২, ১০:৫৭ পিএম

ঈদের দিন ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী বন্ধুর মৃত্যু হয়েছে। ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ার হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ মে) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে তাদের আরেক বন্ধু আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) এবং রিপন (১৬)। আহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (১৪)।

ধনবাড়ী থানার এসআই ইয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে তিন বন্ধু মিলে ধনবাড়ী থেকে জামালপুরে ঘুরতে গিয়েছিল। জামালপুর থেকে ফেরার পথে তারা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় রুপশান্তি কুচামারা ব্রিজ পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়ে।

এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে হতাহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় আমিনুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x