Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

৪০তম বিসিএস পরীক্ষা দেবে মালদ্বীপের সমান জনগোষ্ঠী

এবার আবেদনের সংখ্যা রেকর্ড পরিমাণ ছাড়িয়েছে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০৭:০০ পিএম

৪০তম বিসিএসে আবেদন পড়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার। ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার। এদিকে মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৪ লাখ ২ হাজার ৫৯ জন, যা ৪০তম বিসিএসে আবেদনকারীর সংখ্যার প্রায় সমান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই বিসিএসে আবেদনের শেষ দিন ছিল। এবার আবেদনের সংখ্যা রেকর্ড পরিমাণ ছাড়িয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন জানান, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। কিন্তু, এবার এর চেয়ে ১ লাখ বেশি প্রার্থী আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর এটা হবে বিসিএসে আবেদনের সংখ্যায় রেকর্ড।

গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আর আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এবারের মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসনে ২শ, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮শ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।


   

About

Popular Links

x