Tuesday, June 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর কাণ্ডে বিব্রত রেলমন্ত্রী

এর আগে শনিবার বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীরা আত্মীয় নন বলে অস্বীকার করলেও রবিবার রেলমন্ত্রী জানান, যাত্রীরা যে তার আত্মীয়, তা তিনি জানতেন না

আপডেট : ০৮ মে ২০২২, ০৫:৪৯ পিএম

স্ত্রীর কাণ্ডে বিব্রত হয়ে পড়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সম্প্রতি “রেলমন্ত্রীর আত্মীয়” পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের সময় জরিমানার ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

রবিবার (৮ মে) দুপুরে রেলভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমি ১২ বছর ধরে এমপি, আমার একটা ক্যারিয়ার আছে। নয় মাস হলো বিয়ে করেছি, শ্বশুরবাড়ির আত্মীয় এমনকি আমার নতুন স্ত্রীও বুঝে উঠতে পারে নাই আমি কী ধরনের মানুষ।”

এর আগে শনিবার বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রী আত্মীয় নন বলে অস্বীকার করলেও রবিবার রেলমন্ত্রী জানান, টিকিট ছাড়া ভ্রমণ করা যাত্রীরা যে তার আত্মীয়, তা তিনি জানতেন না।


আরও পড়ুন- রেলমন্ত্রী: আমার স্ত্রী বুঝে উঠতে পারেনি আমি কী ধরনের মানুষ


এ সময় তিনি বলেন, “ভুলভ্রান্তি হলে মানুষ তো সেভাবেই দেখবে। এখানে যদি আমার স্ত্রী কোনো ভুল করে থাকে... ইয়ে করে থাকে... আমার কোনো নলেজে ছিল না।… মেসেজটা যেভাবে গেছে সেটা সঠিক হয়নি।”

রেলের দায়িত্বরতদের যাত্রী সেবার প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শও দেন রেলমন্ত্রী। সেই সঙ্গে তাদের ব্যবহারের পরিবর্তন আনার কথাও বলেন।


আরও পড়ুন- কাজে ফিরেছেন মন্ত্রীর আত্মীয়কে জরিমানা করে বরখাস্ত টিটিই


উল্লেখ্য,গত ৫ মে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওঠেন রেলমন্ত্রীর স্ত্রীর বোনের ছেলে ইমরুল কায়েস প্রান্ত ও তার চাচাত ভাই ওমর ও হাসান। ইমরুল কায়েস রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারের মামাতো বোন ইয়াসমিন আক্তারের ছেলে। তাদের কাছে টিকিট না থাকলেও খুলনা থেকে রাত ৮টায় ছেড়ে যাওয়া সুন্দরবন এক্সপ্রেসের এসি কেবিনের আসন দখল করেন। তখন কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় বলে নিজেদের পরিচয় দেন।

টিটিই শফিকুল ইসলাম বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুরুল আলমের সঙ্গে কথা বলেন। তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে এসি টিকিট না করিয়ে সাধারণ কোচের টিকিট কাটার পরামর্শ দেন। এরপরই ট্রেন ঢাকায় পৌছার আগেই মধ্যপথে ভোররাতে টিটিইকে সাময়িক বরখাস্ত করে মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হয়।

About

Popular Links