Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে কূপ খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ১০ মে ২০২২, ০৩:১৯ পিএম

টাঙ্গাইলে নির্মাণাধীন ভবনের কূপ খনন করতে গিয়ে মাটি চাপা পড়ে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বাসাইল উপজেলার কাশিল গ্রামের আনন্দ পাল (৫৫) ও আখিল পাল (৪০)। 

রেজাউল করিম বলেন, “একটি নির্মাণাধীন ভবনের কূপ খনন করতে যায় কয়েকজন শ্রমিক। এ সময় দুইজন শ্রমিক কূপের গভীরে গেলে তাদের ওপর মাটি ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কূপ থেকে মাটিচাপা অবস্থা দুই জনের লাশ উদ্ধার করে।”

   

About

Popular Links

x