Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধে পরিপত্র জারি

বৃহস্পতিবার অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের বিদেশ সফর বন্ধের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (১২ মে) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ সই করা পরিপত্রে বলা হয়েছে, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের এক্সপোজার ভিজিট/স্টাডি ট্যুর/এপিএ ও ইনোভেশনের আওতায় ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলে এতে বলা হয়। এর আগে, গত ১১ মে সরকারি ক্রয়সংক্রান্ত সভার পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, “সময়ে সময়ে পরিবর্তিত পরিস্হিতিতে কঠিন সিদ্ধান্তে নিতে হয়। আমরা এত দিন যেভাবে চলছিলাম, সারা বিশ্বের যে অবস্হা তাতে লাগাম টেনে ধরতে হচ্ছে। বিশ্বের সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে হবে। বিশ্বের যে সামগ্রিক অবস্হা, তা বিবেচনায় নিয়ে এসব সিদ্ধান্ত নিতে হচ্ছে।”

About

Popular Links