Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপে উত্তীর্ণ ৪০,৮৬২

গত ২২ এপ্রিল প্রথম ধাপে ঢাকাসহ দেশের ২২ জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেন

আপডেট : ১৬ মে ২০২২, ১২:২২ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ৪০,৮৬২ জন। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। মুঠোফোনে এসএমএস এর মাধ্যমেও প্রার্থীদের ফলাফল জানানো হচ্ছে।

গত ২২ এপ্রিল প্রথম ধাপে ঢাকাসহ দেশের ২২টি জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী আবেদন করেছিল।

ওইদিন চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও লালমনিরহাটের সব উপজেলার পরীক্ষা নেওয়া হয়।

এছাড়া, সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালীর কিছু কিছু উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছিল।

আগামী ২০ মে দ্বিতীয় ধাপে ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ওইদিন ৩০ জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে ৩ জুন তৃতীয় ধাপে ৩১ জেলার ৪ লাখ ২৭ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

About

Popular Links