Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

তদন্ত কমিটি: টিটিই শফিকুল নির্দোষ

তদন্তে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি

আপডেট : ১৬ মে ২০২২, ০৩:১৬ পিএম

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী তিন যাত্রীকে জরিমানার ঘটনায় ভ্রাম্যমাণ টিকেট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্তে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচারণের অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে কমিটি।

সোমবার (১৬ মে) বেলা ১১টা ২০ মিনিটে প্রতিবেদন জমা নেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম।

শাহিদুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনে টিটিই শফিকুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে। ওই ট্রেনের গার্ড শরিফুল ইসলাম বিনা টিকেটের যাত্রী ইমরুল কায়েস প্রান্তকে ফুসলিয়ে টিটিই'র বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য করেন।

ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে গত ৭ মে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়।

দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে আরও তিন দিন সময় বাড়ানো হয়। ১২ মে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ডিআরএম ঢাকায় অবস্থান এবং ১৫ মে সরকারি ছুটি থাকায় নির্ধারিত সময়ের পর সোমবার প্রতিবেদন জমা নেওয়া হলো।

গত ৫ মে রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওঠেন তিন যাত্রী। পথিমধ্যে চেকিংয়ের সময় বিনা টিকেটে রেল ভ্রমণ করায় তাদেরকে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। পরবর্তীতে রেলমন্ত্রীর স্ত্রীর অনৈতিক হস্তক্ষেপে টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ৮ মে দুপুরে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নিজ ক্ষমতাবলে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। সেই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকেও শোকজ করেন।

   

About

Popular Links

x