Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০.৭৫%

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে

আপডেট : ১৭ মে ২০২২, ০৪:৫৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জনে পৌঁছেছে। একই সময় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে টানা ২৬ দিন ধরে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৭৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৯০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৫%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৮৯%।

   

About

Popular Links

x