Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: মৃত্যু নেই, শনাক্ত ২২

টানা ২৭ দিন ধরে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত রয়েছে

আপডেট : ১৮ মে ২০২২, ০৪:৩৪ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে টানা ২৭ দিন ধরে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জনে।

বুধবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৯০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৪৪%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৮৯%।

   

About

Popular Links

x