Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে কাউসার গাইন (২৭) নামে এক মৌয়াল নিহত হয়েছে

আপডেট : ২২ মে ২০২২, ১২:০৮ পিএম

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে কাউসার গাইন (২৭) নামে এক মৌয়াল নিহত হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।

শনিবার (২১ মে) সকাল ১০টায় নটাবেকীর ফরেস্ট অফিসের নিয়ন্ত্রণাধীন খেজুরদানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ডা. শরিফ উদ্দিন জানান, বৈধ পাস নিয়ে বৃহস্পতিবার সুন্দরবনের মাছ ধরতে চান কাউসার। শনিবার নোটাবেকি খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হন তিনি। তবে এখনও তার মৃতদেহ উদ্ধার করা যায়নি। রবিবার সকাল সাড়ে ৯টায় ২৫ জনের একটি দল দুর্ঘটনাকবলিত এলাকা থেকে নিহত কাউসারের মৃতদেহ উদ্ধারের জন্য রওনা দিয়েছে।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ডা. শরিফ উদ্দিন ঢাকা ট্রিবিউনকে বলেন, “বন বিভাগ ও স্থানীয় বেশ কিছু সাহসী মানুষ নিয়ে আমরা প্রায় ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেছি। আল্লাহ চাইলে অবশ্যই তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ।”

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম বলেন, “শুনেছি বাঘের আক্রমণে নিহত হয়েছে। বন বিভাগের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযানে গিয়েছে।”

   

About

Popular Links

x