Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

লক্ষ্মীপুরে শেয়ালের মাংস বিক্রির অপরাধে একজনের কারাদণ্ড

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ওই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে

আপডেট : ২৩ মে ২০২২, ০৪:৪৬ পিএম

লক্ষ্মীপুরে শেয়ালের মাংস বিক্রির অপরাধে রঞ্জিত চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৩ মে) সকালে জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে অভিযান চালিয়ে তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন। 

দণ্ডিত রঞ্জিত দাস রামগতি পৌরসভার চর ডাক্তার এলাকার বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী বলেন, “আলেকজান্ডার বাজারে শেয়ালের মাংস বিক্রির খবরে অভিযান চালানোর সময় রঞ্জিতের কাছ থেকে প্রায় ছয় কেজি শেয়ালের মাংস এবং চামড়া উদ্ধার করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সময়ে রামগতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x