Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: মৃত্যু নেই, ৩৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ২২৮ জন

আপডেট : ২৪ মে ২০২২, ০৫:২০ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জনে। শনাক্তের হার ০.৭৯%।

মঙ্গলবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩০ জনে অপরিবর্তিত আছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ২২৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৩৮৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৩৩৩টি। নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৩২৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৯%। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৮৬%।

   

About

Popular Links

x