Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

নর্থ সাউথ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে দুদক গত ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে

আপডেট : ২৫ মে ২০২২, ০৩:১৮ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ৩০৩ কোটি টাকারও বেশি অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মে) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলামের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ।

নিষেধাজ্ঞা পাওয়া ছয়জন হলেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, মোহাম্মদ শাহজাহান, রেহানা রহমান ও আশালয় হাউজিংয়ের আমিন মো. হিলালী।

ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে দুদক গত ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে। দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/১৬১/১৬৫ক ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।


আরও পড়ুন- নর্থ সাউথ ইউনিভার্সিটির চার ট্রাস্টিকে পুলিশে দিলেন হাইকোর্ট


আসামিদের মধ্যে রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। জামিন আবেদনের বিষয়ে ১৮ মে শুনানি হয়। ওই দিন মামলাভুক্ত পক্ষগুলোকে শুনানির সারসংক্ষেপ লিখিত আকারে জমা দিতে বলে আদালত গত বৃহস্পতিবার (১৯ মে) পর্যন্ত শুনানি মুলতবি করেন। ধার্য করা তারিখের মধ্যে আবেদনকারী পক্ষ সারসংক্ষেপ লিখিত আকারে জমা দিতে সময়ের আরজি জানায়।

এর পরিপ্রেক্ষিতে আদালত রবিবার (২২ মে) বেলা ২টা পর্যন্ত শুনানি মুলতবি করেন। একই সঙ্গে আবেদনকারীদের নির্ধারিত সময়ে আদালতে হাজির হতে নির্দেশ দেন। পরে আগাম জামিনের আবেদন খারিজ করে বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে হাজির করতে শাহবাগ থানাকে নির্দেশ দেওয়া হয়।

   

About

Popular Links

x