Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

সারাদেশে 'বন্ধ' রয়েছে স্কাইপ

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএস পিএবি) মহাসচিব এমদাদুল হ্ক বলেন, স্কাইপ ব্যবহার করে দেশে এবং দেশের বাহিরে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধে ব্যাপারে বিটিআরসি থেকে চিঠি পেয়েছেন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৫১ পিএম

সারাদেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা স্কাইপ বন্ধ রাখার অভিযোগ উঠেভে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের (বিটিআরসি) বিরুদ্ধে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএস পিএবি) মহাসচিব এমদাদুল হক ইউএনবিকে বলেন, স্কাইপ ব্যবহার করে দেশে এবং দেশের বাহিরে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধে ব্যাপারে বিটিআরসি থেকে চিঠি পেয়েছেন।

কয়েকটি আন্তর্জাতিক গেটওয়ে (আইআইজি) সেবা দানকারী প্রতিষ্ঠানও রবিবার রাতে একই চিঠি পাওয়ার কথা জানিয়েছে।

তবে বিষয়টি অস্বীকার করে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘স্কাইপ বন্ধের ব্যাপারে টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন থেকে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি’।

তবে প্রযুক্তিগত সমস্যার কারণে কোথাও কোথাও কিছু সমস্যা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে স্কাইপ ব্যবহার করেন, এমন অনেকের অভিযোগ তারা আজ সকাল থেকেই স্কাইপ ব্যবহার করে যোগাযোগ করতে পারছেন না।

   

About

Popular Links

x