Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ছাদ থেকে পড়ে ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তির মৃত্যু

ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ২৫ মে ২০২২, ০৬:০৯ পিএম

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (২৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ।

খবর পেয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন সেখানে কাজ করছে। সিআইডির কাজ শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানায়, হোটেল-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি কেন সেখানে গিয়েছিলেন, সে বিষয়েও তদন্ত চলছে।

   

About

Popular Links

x