Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিমানের ফ্লাইটে হাতাহাতির অভিযোগে লন্ডনে আটক ৭

সামনের এক যাত্রীর পায়ের সঙ্গে পা লেগে যাওয়ায় ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল 

আপডেট : ৩০ মে ২০২২, ০৯:২১ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির অভিযোগে ৭ যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল।

বুধবার (২৫ মে) সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ওই ফ্লাইটে এই হাতাহাতির ঘটনা ঘটে। তবে ওই ৭ যাত্রীর পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই ফ্লাইটের এক যাত্রী গালিগালাজ করছেন এবং দুই নারী যাত্রীর সঙ্গে হাতাহাতি করছেন।

আবু সালেহ মোস্তফা কামাল এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “আমরা যতদূর জানতে পেরেছি, সামনের এক যাত্রীর পায়ের সঙ্গে পা লেগে যাওয়ায় ঘটনার সূত্রপাত হয়। পড়ে সেটা হাতাহাতির পর্যায়ে যায়। বিষয়টি খুবই দুঃখজনক যে, বিমানের কয়েকজন যাত্রী এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন।”

তিনি জানান, কেবিন ক্রুরা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর অনুযায়ী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করান। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানান। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের তারা চিহ্নিত করেন। পড়ে এ ঘটনায় সংশ্লিষ্ট ৭ যাত্রীকে আটক করে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


   

About

Popular Links

x