Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

ঢাকার হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন

আপডেট : ৩০ মে ২০২২, ০৩:৩৮ পিএম

ঢাকার হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব কোচ।

সোমবার (৩০ মে) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- আরোহী ফাহিম হোসেন (২০) ও চালক মো. মামুন (২৫)।

হাতিরঝিল থানার এসআই বলেন, “হাতিরঝিল মধুবাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন তারা। এতে চালক মামুন ঘটনাস্থলেই মারা যান। আরোহী ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।”

নিহত ফাহিম হোসেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাগ শ্রীরামপুর গ্রামের মিজান হোসেনের (সিএনজি অটোরিকশা চালক) ছেলে। তিনি বর্তমানে ভাটারা থানার কোকাকোলা মোড় এলাকায় থাকতেন।

ফাহিমের চাচা কবির হোসেন জানান, তিনি ঢাকায় রঙের কাজ করতেন।

হাতিরঝিল থানার এসআই আরও বলেন, “ফাহিম সকালে কাজে বের হয়েছিল। চার ভাইবোনের (দুই ভাই দুই বোন) মধ্যে সে তৃতীয়। ঘটনাস্থলে প্রাণ হারানো যুবকের নাম মামুন। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।”

সজিব কোচ বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

   
Banner

About

Popular Links

x