Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা

আপডেট : ০২ জুন ২০২২, ০৬:০৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (০২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়গামী সাড়ে ১০টার শাটল ট্রেন আধা ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া জান্নাত নামে এক শিক্ষার্থী বলেন, “ ছয় মাস ধরে আমরা আন্দোলন করে আসছি। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সবখানেই আমরা আমাদের দাবির বিষয়ে অবহিত করেছি। তারাও আমাদের বিষয়ে একমত। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে বার বার কথা দিয়েও কথা ভঙ্গ করছে। বাধ্য হয়ে আজ আমরা কাফনের কাপড় পরে আন্দোলনে নেমেছি। কারণ এ সুযোগ না পেলে আমাদের জীবনের কোনো মূল্য নেই। ”

এ বিষয়ে চবির প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, “তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, কাজেই আমাদের তাদের বাধা দেবে না। তবে শিক্ষার্থী হিসেবে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আমাদের সঙ্গে কথা বলার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ তাদের পাঠিয়েছে। আমাদের কেন্দ্রীয় ভর্তি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তা সত্ত্বেও, আমরা পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবো।

About

Popular Links