Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইসি সচিব: প্রধানমন্ত্রী এখন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না

“কোনও প্রকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না। চাঁদা দেওয়া, মসজিদ, মন্দিরে চাঁদা দেওয়া কিছুই করা যাবে না।”

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৭:৫০ পিএম

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, নির্বাচনি আচরণবিধি অনুসারে প্রধানমন্ত্রী এখন কোনও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার (২১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, “আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি যাতে নির্বাচনকে লক্ষ্য করে কোনও প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন কোনও প্রকল্প গ্রহণ না করা হয়। যে প্রকল্প আছে সেগুলো চলমান থাকবে। কিন্তু ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনও উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান বা টিন (ঢেউ টিন) দেওয়া, ভিজিএফ কার্ড দেওয়া, মানুষকে সহযোগিতা করা এগুলো যাতে না করা হয়।”

এখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “কোনও প্রকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না। চাঁদা দেওয়া, মসজিদ, মন্দিরে চাঁদা দেওয়া কিছুই করা যাবে না।”

প্রসঙ্গত, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে সরকারি সুবিধাভোগী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, উপনেতাসহ অন্যান্যরাও নির্বাচনকালীন সময়ে কোনও উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুদান, সহায়তা করতে পারেন না।



   

About

Popular Links

x