Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছেন

আপডেট : ০৪ জুন ২০২২, ০৩:৩১ পিএম

বান্দরবানের লামা উপজেলায় দুই যুবকের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (৩ জুন) লামার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি উথাই ঝিরিতে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা মো. শাহ আলী (২৪) ও আল আমীন (২৫)।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার ভোরে লামা থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, কাজের জন্য তিনি রূপসী পাড়া ইউনিয়নে একটি ভাড়া বাসায় পরিবারের সব সদস্যদের নিয়ে থাকেন। এছাড়া, এক কিলোমিটার দূরে তাদের নিজেদের বাড়ি। শুক্রবার বেলা ১১টার দিকে একটি দরকারি কাজে তার মেয়ে ওই বাড়িতে গিয়েছিল। তখন বাড়িতে আর কেউ ছিল না। এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে স্কুলছাত্রী বাড়িতে আটকা পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত মো. শাহ আলী ও আল আমীন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, “ডাক্তারি পরীক্ষা করার জন্য ওই ছাত্রীকে শনিবার সকালে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তারেও অভিযান চলছে।”

About

Popular Links