Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত ইজিবাইকে ঘুম, পড়ে মৃত্যু

নিহত ওই ব্যক্তি চলন্ত ইজিবাইকে ঘুমিয়ে পড়লে এ ঘটনা ঘটে

আপডেট : ০৫ জুন ২০২২, ১০:০৪ পিএম

খুলনায় চলন্ত ইজিবাইক থেকে পড়ে আহত শংকর মন্ডল (৬৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রবিবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার শিববাড়ি ও তেঁতুলতলা মোড়ের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর মন্ডল ডুমুরিয়া উপজেলার হাজিবুনিয়া গ্রামের বাসিন্দা।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক বলেন, শংকর মন্ডল ময়লাপোতা থেকে ইজিবাইকে করে শিববাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চলন্ত ইজিবাইকেই তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় ইজিবাইক তেঁতুলতলা সিঙ্গার প্লাসের সামনে এলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের একজন সেবিকা তার পরিচিত হওয়ায় তিনিই হাসপাতালের রেজিস্ট্রারে সই করে মরদেহ নিয়ে যান।

About

Popular Links