Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

সীতাকুণ্ডের অগ্নিদুর্ঘটনায় মোদির শোক

কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২২, ১০:৫০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য তার সদিচ্ছা ব্যক্ত করেন।

চিঠির শেষে, নরেন্দ্র মোদি আবারও তার সরকার এবং ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

   

About

Popular Links

x