Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

কালো টাকার মালিকদের ভোট না দিতে দুদক চেয়ারম্যানের আহ্বান

“জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা হলফনামায় সম্পদের যে তথ্য দেবে, তা খতিয়ে দেখা হবে"

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ০৭:৫৩ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ। নির্বাচন কমিশনের নির্ধারণ করে দেওয়া সীমার চেয়ে ব্যয়ের খরচ বেশি হলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। 

তিনি বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ব্যবহার হচ্ছে কিনা, তার খোঁজখবর রাখা হবে বলে। আপনারা নির্বাচনে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের ভোট দেবেন না।” 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

ইকবাল মাহমুদ বলেন, “জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা হলফনামায় সম্পদের যে তথ্য দেবে, তা খতিয়ে দেখা হবে। মিথ্যা তথ্য দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

যে উদ্দেশ্য নিয়ে দুদক গঠিত হয়েছিল, তা শতভাগ সফল হয়নি মন্তব্য করে দুদক চেয়ারম্যান বলেন, “দুদকের কর্মকর্তা-কর্মচারীরাও দুর্নীতিতে জড়িয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “দুর্নীতি বন্ধে কঠার হতে হবে। এর সঙ্গে আপস করা যাবে না। দুর্নীতি প্রতিরোধ করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।” এই লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে বলেও তিনি জানান।


About

Popular Links