Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাড়ে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়লো শিক্ষায়

চলমান অর্থবছরের তুলনায় আসন্ন ২০২২-২৩ অর্থবছরে শিক্ষাখাতে ৯ হাজার ৪৯৫ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে

আপডেট : ০৯ জুন ২০২২, ০৩:৩২ পিএম

২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাখাতে মোট ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলমান অর্থবছরের তুলনায় ৯ হাজার ৪৯৫ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (৯ জুন)  জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষাখাতে বরাদ্দের এই কথা উল্লেখ করেন।

চলমান অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাখাতে বরাদ্দ ছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য এবার ৩১ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলমান অর্থবছরের জন্য বরাদ্দ করা হয়েছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা। অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলমান অর্থবছরের জন্য ছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি টাকা।

এছাড়া, আসন্ন অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলমান অর্থবছরে ছিল ৯ হাজার ১৫৩ কোটি টাকা।

About

Popular Links