Monday, July 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি নেতা এহসানুল হক মিলন চট্টগ্রাম থেকে গ্রেফতার

সাবেক মন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে ঢাকা-চাঁদপুরে মোট ১৬টি মামলা রয়েছে।

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১১:০৩ এএম

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চাঁদপুরের কচুয়ার সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের চকবাজার থানার একটি বাড়ি থেকে মিলনকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর পুলিশের অতিরিক্ত সুপার মিজানুর রহমান ইউএনবিকে বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাসা থেকে চাঁদপুর ও সিএমপির গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে চাঁদপুর নিয়ে যায়।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন জানান, ওই বাড়ির মালিক শাহ আলম বিএনপি নেতা এহসানুল হক মিলনের বন্ধু। ওই বাসায় মিলন বেশ কয়েকদিন ধরে আত্মগোপনে ছিলেন। বাড়ির মালিক শাহ আলমকেও আটক করা হয়েছে।

ওসি মামুন আরও জানান, সাবেক মন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে ঢাকা-চাঁদপুরে মোট ১৬টি মামলা রয়েছে।

   
Banner

About

Popular Links

x