Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রেমের টানে বরিশালে মার্কিন তরুণী

সারা জানিয়েছেন, পরিবারের সবার সম্মতিতেই তিনি বিয়ে করছেন। 

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০২:১২ পিএম

ভালোবাসা মানে না কোনো বাধা। প্রেমের শক্তি নিয়ে যুগে যুগে লেখা হয়েছে কাব্য-মহাকাব্য, রয়েছে শত শত প্রবাদ প্রবচন। সে সব মহাকাব্য-প্রবাদ-প্রবচনকে সত্যি করলেন মার্কিন তরুণী সারা মেকিয়েনে। প্রেমের টানে সুদূর যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন বরিশালে। 

২০১৭ সালের ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে সারার সঙ্গে পরিচয় হয় বরিশালের ছেলে মাইকেল অপু মন্ডলের। চলে চুটিয়ে প্রেম। ঠিক এক বছর পরে চলতি বছরের ১৯ নভেম্বর ঢাকায় আসেন সারা।  উদ্দেশ্য বিয়ে করা।

এসব মাথায় রেখে গতকাল বৃহস্পতিবার তাদের এংগেজমেন্টও হয়েছে। মাইকেলের বাড়ি বরিশাল নগরীর কাউনিয়ায়। সেখানে এংগেজমেন্টের সময় তার পরিবার, প্রতিবেশী এবং স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এদিকে সারা জানিয়েছেন, পরিবারের সবার সম্মতিতেই তিনি বিয়ে করছেন। মাইকেলকে পেয়ে তার পরিবারের সবাই খুশি। 

মাইকেল পেশায় একজন ফ্রিল্যান্সার। আর সারা মিনিসোটার একটি বৃদ্ধাশ্রমে নার্স হিসেবে কাজ করেন।

About

Popular Links